• সারাদেশ

    নীলফামারীতে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

      প্রতিনিধি ২৭ জুলাই ২০২২ , ৭:১০:৪২ প্রিন্ট সংস্করণ

    সঞ্জয় দাস,নীলফামারী জেলা প্রতিনিধি:

    নীলফামারীতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
    নীলফামারীতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।

    এ উপলক্ষে বুধবার বেলা ১২টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়স্থ আওয়ামী লীগ কার্যালয় থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিসির মোড়স্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পূষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতাকর্মীরা।

    শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুলের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তৃতা করেন পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী প্রমূখ।

    এর আগে সূর্যদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সকল ইউনিটের সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ