প্রতিনিধি ২৮ জুলাই ২০২২ , ১:৫০:২০ প্রিন্ট সংস্করণ
আব্দুল জব্বার নিজস্ব প্রতিনিধিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাবনা জেলা ছাত্র কল্যাণ কমিটি গঠন করা হয়েছে।গত ২৭ জুলাই কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিরুল ইসলাম পরশ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপন এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়।
এতে পাবনা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি নির্বাচিত হন পাবনার কাশিনাথপুরের মোঃ হাসিবুল তুহিন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন পাবনা সদরের রাফিন বিশ্বাস, প্রচার সম্পাদক সিয়াম সিকদার, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম মনোনীত হন।সহ সভাপতি ইমরুল কায়েস সহ মোট ১২ জন,যুগ্ম সাধারণ সম্পাদক আল – মামুন আশিক সহ ৭ জন, সাংগঠনিক সম্পাদক নাঈম হোসেন সহ ১৪ জন। এ সময় ৪০ জনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
এ সময় সভাপতি নির্বাচিত হওয়া হাসিবুল তুহিন বলেন – সংগঠনকে এগিয়ে নিতে সকলকে সাথে নিয়ে শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে চাই। তিনি এ সময় তাকে জেলা কমিটির সভাপতি নির্বাচিত করায় কেন্দ্রীয় কমিটি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
উল্লেখ্য আগামী এক বছর উক্ত কমিটি বলবৎ থাকবে বলে যানায় কেন্দ্রীয় কমিটি।