প্রতিনিধি ৩০ জুলাই ২০২২ , ৫:৪৪:৫২ প্রিন্ট সংস্করণ
বিদ্রোহীর শতবর্ষ’ আজ সৃষ্টি সুখের উল্লাসে প্রতিপাদ্যে জাতীয় পর্যায়ে কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মজয়ন্তী উদযাপন ও নব-নির্বাচিত নির্বাহী কমিটি ২০২২ ইং নজরুল একাডেমী সিরাজগঞ্জ জেলা শাখার অভিষেক অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান উপলক্ষে ইতিমধ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে নজরুল একাডেমী সিরাজগঞ্জ জেলা শাখা। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান সংগঠনের নেতৃবৃন্দ, আগামী রবিবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে নজরুল একাডেমী সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি হেলাল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রায়হান কবীর মিঠুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন করা হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে নজরুল একাডেমী সিরাজগঞ্জ জেলা শাখা, উক্ত অনুষ্ঠানে শতকন্ঠে নজরুলের গান পরিবেশিত হবে।