প্রতিনিধি ১ আগস্ট ২০২২ , ৬:৪১:২৭ প্রিন্ট সংস্করণ
সাঁথিয়া প্রতিনিধিঃ
আজ সোমবার (০১ আগস্ট) দুপুরে সাঁথিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন বক্তব্যেদের অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ আজিবর রহমান (লিটন), সহকারি শিক্ষক রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, আশরাফুল আলম প্রমুখ।
বক্তব্যে বলেন, গত ২৫ জুলাই বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিবর রহমান তার ব্যক্তিগত কাজে ছুটিতে থাকায় উক্ত বিদ্যালয়ের সভাপতি মোঃ তপন হায়দার সান (সেক্রেটারী, সাঁথিয়া উপজেলা আ.লীগ) সন্ত্রাসী বাহিনী নিয়ে (তার মধ্যে- পিযুজ, ধোপাদহ তফসিল অফিস, পুলক কুমার পাল, সাঁথিয়া পৌরসভায় চাকরি করেন, সঞ্জয় কুমার যার ভাই বর্তমানে জেল হাজতে আছে এছাড়া নাম ও না জানা আরও অনেকে আছেন। তিনি শহীদ মিনারের সামনে বিদ্যালয়ের জায়গায় জোর পুর্বক প্রাচীর নির্মানের নির্দেশ দেন। এ সময় অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক কর্মচারী সেখানে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের উপস্থিতিতে কাজ রার অনুরোধ করলে তিনি ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক গণের মা-বোন তুলে তিনি আপত্তি গালিগালাজ করেন। তিনি প্রধান শিক্ষককে যেখানে পাবে সেখানেই মারার হুমকি দেন এবং তিনি বিদ্যালয়ের প্রধান গেট ভেঙ্গে ফেলারও হুমকি দেন। তিনি শহীদ মিনারের উপরে বসে প্রকাশ্যে ধুমপান করেন, এতে উপস্থিত শিক্ষকরা ভয় পেয়ে তার সাথে কথা বলার সাহস না পেয়ে নিরবতা পালন করে স্থান ত্যাগ করেন । এর ঘটনায় তীব্র নিন্দ্রা ও সন্তাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ।