প্রতিনিধি ২ আগস্ট ২০২২ , ৯:১৬:৩৯ প্রিন্ট সংস্করণ
এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রামঃ
কুড়িগ্রাম জেলার যাত্রাপুর ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব রাসেদুল হাসান এবং কুড়িগ্রাম সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাবা ইসমত আরা।
আজ বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলা যাত্রাপুর হাটে যৌথভাবে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় তারা যাত্রাপুর বাজারে অবৈধভাবে বিক্রি করা ১৩১ টি কারেন্ট জাল, এবং চায়না চাই জব্দ করেন। পর মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারা অনুযায়ী ৬০০০ টাকা জরিমানা করা হয়। এই ব্যাপারে কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা জনাব কালীপদ রায়ের কাছে জানতে চাইলে তিনি জানান গত ২২ থেকে ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ পালন হয়েছে তারই ধারাবাহিকতায় আমরা দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং অবৈধ জাল ব্যবহার করে যেন মাছের বংশ বৃদ্ধি ব্যহত না হয় সেজন্য প্রশাসনের সহযোগিতায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।