প্রতিনিধি ২ আগস্ট ২০২২ , ৪:৪১:৩৬ প্রিন্ট সংস্করণ
রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার:
পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম এর নির্দেশনায় সুজানগর থানাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে সুজানগর থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কালে
সুজানগর থানার একটি অভিযানিক দল ইং ০২/০৮/২০২২ তারিখ সুজানগর থানাধীন কুড়িপাড়া চার রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর চেকপোষ্ট ডিউটি করাকালে একটি সিএনজিকে সিগন্যাল দিলে গাড়িটি চেকপোষ্টে এসে থামার প্রাক্কালেই একজন ব্যক্তি সিএনজি হতে নেমে দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে রাত্রি ০১.০০ ঘটিকায় তাকে ঘটনাস্থলে ধৃত করে উপস্থিত নাইটগার্ডের সামনে দেহ তল্লাশী করে তার পরিহিত প্যান্টের ডান পকেটে হইতে ৪০(চল্লিশ)গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
ধৃত আসামি হল
১. রানা আহম্মেদ (২২) পিতা-মোঃ বকুল শেখ সাং চর ভবানীপুর থানা-সুজানগর, জেলা-পাবনা।
তথ্যটির সত্যতা নিশ্চিত করেছেন সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ হান্নান।
তিনি বলেন অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।