প্রতিনিধি ৩ আগস্ট ২০২২ , ৪:২৩:১২ প্রিন্ট সংস্করণ
মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার:
সুজানগর থানাকে সন্ত্রাস ও মাদক মুক্ত করার লক্ষে সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ হান্নান একযোগে কাজ করে যাচ্ছেন।
তারই ধারাবাহিকতায় সুজানগর থানার একটি অভিযানিক দল গতকাল সুজানগর থানাধীন চর বিশ্বনাথ পুর( চরপাড়া) গ্রামস্থ মোঃ ফজলু সেখ(৪০) পিতা মৃত বাতেন সেখ এর বাড়ির পূর্ব পাশের কাঠ বাগানের দক্ষিণ পাশের কাচা রাস্তা উপর ২১.১০ ঘটিকার সময় অভিযান চালিয়ে একজন কে ৮ ( আট) গ্রাম গাঁজাসহ আটক করেন। উক্ত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
ধৃত আসামি হল মোঃ মানিক প্রামানিক(৪৫) পিতা মৃত আনছার আলি প্রামানিক
গ্রাম চর চলনা( চরপাড়া)
থানা সুজানগর জেলা পাবনা।
তথ্যটির সত্যতা নিশ্চিত করেছেন সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ হান্নান।