• সারাদেশ

    পাবনায় ১০টি ওয়ান শুটারগানসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব

      প্রতিনিধি ৫ আগস্ট ২০২২ , ৯:০২:০৪ প্রিন্ট সংস্করণ

    পাবনা প্রতিনিধিঃ

     

    পাবনায় ১০টি ওয়ান শুটারগানসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আজ শুক্রবার বিকেলে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া উপজেলা আতাইকুলা মাধপুর মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা করে। 

    আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য দেন র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায়।

    র‌্যাব জানায়, আটককৃতরা হলেন সাঁথিয়া বোয়ালমারী রোমজান মোল্লার ছেলে বিপ্লব মোল্লা (৩০) ও একই এলাকার চান্দু ইসলামের ছেলে লিটন ইসলাম (৩২)।

    জিজ্ঞাসাবাদে তারা র‌্যাবকে জানায়, বিপ্লব ও লিটন সাঁিথয়া উপজেলার বোয়ালমারী বাজারস্থ ওয়ার্কশপসহে এ অস্ত্রগুলোর বিভিন্ন অংশ তারা তৈরি করে এবং এই অংশগুলো পরে গভীর রাতে বোয়ালমারীর পাবনা সেচ প্রকল্পের পাম্পের পাশে ঝোপঝাড়ে বসে সেটিং ও রং করার কাজ করে। আমরা তাদের নিয়ে সেসব জায়গায় গিয়েছি এবং অস্ত্র তৈরি করার বিভিন্ন পরিত্যক্ত অংশ ও আলামত উদ্ধার করেছি। তারা র্দীঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে এই সকল দেশীও অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে আতাইকুলা থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ