প্রতিনিধি ৫ আগস্ট ২০২২ , ১০:১৪:৪০ প্রিন্ট সংস্করণ
কুমিল্লায় শিক্ষকের বেত্রাঘাতে মো. সিহাব (১৫) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ আগস্ট) জেলার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের শশইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. সিহাব শশইয়া গ্রামের ডিলার বাড়ির শুকুর আলী ডিলারের ছেলে। অভিযুক্ত আব্দুর রব ঝলম ইউনিয়নের মেড্ডা আল মাতিনিয়া নুরানি মাদ্রাসার শিক্ষক।
নিহত সিহাব ওই শিক্ষকের তত্ত্বাবধানে নুরানি শিক্ষা গ্রহণ করছিল।
শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নিহত সিহাবের ভাবি সাবিকুন নাহার ঝুমুর।
সিহাবের মা খালেদা বেগম জানান, আমার ছেলেকে যখন বাসায় আনা হয় তখন তার অনেক জ্বর ছিল। অনেক রাতে সিহাব আমাকে বলে হুজুর আমাকে বেত দিয়ে অনেক মেরেছে। আমার হাত থেকে ভাত পড়ে গেছে দেখে হুজুর আমাকে জোড়া বেত দিয়ে অনেক পিটিয়েছে। সিহাব মাকে বলে ওই দিন সারা রাত আমি ব্যথায় ঘুমাতে পারি নাই।
অসুস্থ অবস্থায় ১৫ বছরের মো. সিহাবকে শুক্রবার সকালে প্রথমে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে বেলা ১টা ১২ মিনিটে তার মৃত্যু জানিয়েছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার।