প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৩ , ৭:১৪:৩৩ প্রিন্ট সংস্করণ
এনামুল হক :- আলোকিত বার্তা ৭১,স্টাফ রিপোর্টার।
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্য মোঃ ওমর ফারুক ভুইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজির আহমেদ রিয়াজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রীর একান্ত সচিব মনিরুজ্জামান নাফিজ, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুম, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তফা আল হুসাইন রাসেল, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাদিম হোসেন অপু, কায়েতপাড়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি জোসনা বেগম, সাধারণ সম্পাদক আরজুদা বেগম, কায়েতপাড়া ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি শারমিন আক্তার রিমা, সাধারণ সম্পাদক মরিয়ম আক্তার মলি, আওয়ামী লীগ নেতা আবু বকর সিদ্দিক, মাহমুদ হোসেন মোল্লা, যুবলীগ নেতা হাজী কামাল হোসেনসহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করার লক্ষ্যে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের হাতকে শক্তিশালী করতে কায়েতপাড়া ইউনিয়নবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলের ভিতর কোন কু-চক্র মহল যাতে বিবেদ সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।