• বিনোদন

    সাহস’র মতো সত্যি ঘটনা বলতেও সাহস লাগে: তরুণ নির্মাতা আকাঈদ রনি

      প্রতিনিধি ৩ জুন ২০২৪ , ১০:৪৩:৫৪ প্রিন্ট সংস্করণ

     

    ওয়াসিম হোসেন রাহাদ: সত্যি ঘটনার অবলম্বনে ওয়েব ফিল্ম “সাহস” নির্মাণ করলেন তরুণ নির্মাতা আকাঈদ রনি।

    নাটক বাড়ির প্রযোজনায় ওয়েব ফিল্মে অভিনয় করেছেন শাহেদ শাহরিয়ার, শারমিন সাথী, কুন্তল বিশ্বাস বুকি, জাহিদ ইসলাম, মৃনা তৃষ্ণা, তিন্নি, শিমুল খানসহ আরও অনেকে।

     

    অনলাইন প্লাটফর্ম নাটক বাড়ি ইউটিউব চ্যানেলে ৭ জুন নাটকটি মুক্তি পাবে।

     

    ওয়েব ফিল্ম কাহিনী সম্পর্কে আকাঈদ রনি বলেন, ২০২২ সালের দিকে ভারতের রাজস্থান প্রদেশে একটি বাস্তব ঘটনা কে কেন্দ্র করে এই ওয়েব ফিল্ম টি নির্মাণ করা হয়েছে। যেটি দেখার পরে দর্শক একটি প্রতিবাদী মেসেজ পাবে। একটি অপরাধ থেকে আরেকটি অপরাধ যে ভাবে সৃষ্টি হয় সেই ঘটনাটিই তুলে ধরেছি।

     

    এ পরিচালক আরও বলেন, শাহেদ শাহরিয়ার একজন ভালো অভিনেতা মিডিয়া পাড়ায় তার সুনাম ও অনেক। তবে আমার পরিচালিত ওয়েব ফিল্মে অসাধারণ ডেলিভারি ছিলো তার । এছাড়া কুন্তল বিশ্বাস বুকির অসাধারণ পারফরম্যান্স আছে এই ওয়েব ফিল্মে।

     

    তিনি আরো বলেন, একটি বাস্তব ঘটনাকে তুলে ধরার চেষ্টা করেছি। একটা ভালো গল্প বা বাস্তব ঘটনাকে ডিরেক্টর একা কখনও ফুটিয়ে তুলতে পারে না যদি তার টিমের লোকজন আর্টিস্টদের সাপোর্ট না থাকে। আমি মনে করি আমি সবার অনেক ভালো সাপোর্ট পেয়েছি। আমি অনেক আশাবাদী আমার এই কাজ নিয়ে।

     

    সামনে আরো কী কী কাজ আসবে? এমন প্রশ্নের জবাবে আকাঈদ রনি বলেন, সামনে আরো ভালো ভালো ওয়েব ফিল্ম নাট দর্শকদের উপহার দিবো। এখন থেকে পোস্ট প্রোডাকশনে সময় দেবো এবং নাটক ওয়েব ফিল্ম রেডি করবো।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ