ফেরদৌস তপন বিশেষ প্রতিনিধি:
পাবনার বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা ইউনিয়নে চর বোড়ামারা গ্রামে আনিছ নামের এক যুবকের বিরুদ্ধে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগ উঠেছে। গত শুক্রবার সকালের দিকে তার স্ত্রী সকালের নামাজ শেষে কোরআন তেলোয়াত করতে গেলে তার স্বামী আনিছুর রহমান তাকে নিষেধ করেন।
তার স্ত্রী তাকে বার বার অনুরোধ করেছে যে,আর কয়েক দিন হলেই কোরআন খতমে কাজ শেষ হবে। এত অনুরোধ সত্বেও তার উপর চড়াও হয়ে তাকে মারধর করে তার কাছ থেকে কোরআন কেরে নিয়ে ছিড়ে পুড়িয়ে দিয়েছে।
এ ঘটনায় মামলা হয়েছে।তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতার প্রমান পেয়েছে। এলাকাবাসী এ ঘটনার যথাযত বিচার দাবী করেছে।
এম এ হাসেম সম্পাদিত
প্রকাশক আব্দুল জব্বার
©️ ২০২৩ আলোকিত বার্তা ৭১