এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম :
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্ট কর্তৃক অনুমোদিত জাতীয় সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে জাতীয় শোক দিবসে উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যা ছয়টায় কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংগঠনের প্রায় দু’শ নেতাকর্মীর উপস্থিতিতে সভাটি অনুষ্ঠিত হয়। এসময় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন সঞ্জু'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অলক সরকার, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কুড়িগ্রাম জেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক বানী ইসরাঈল বকসী লিনাদ, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ প্রেসক্লাব কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব, এম,জি রাব্বুল ইসলাম পাপ্পু। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ফৌজিয়া রহমান বাবলি, শবনম মুস্তারি টুম্পা, খাদিজা সুলতানা কেয়া, শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক রুহুল আমীন কবির, সহ সাংগঠনিক সম্পাদক সাগর ঘোষ, প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী, যুগ্ন সাধারণ সম্পাদক দূর্গা রায়সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় আমন্ত্রিত অতিথিগণ ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার স্ব পরিবার কে নির্মমভাবে হত্যাকাণ্ডের ইতিহাস তুলে ধরে নতুন প্রজন্মের মাঝে তা ছড়িয়ে দিতে আহবান জানান।
প্রধান অতিথি আমান উদ্দিন আহমেদ মঞ্জু তার বক্তব্যে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কুড়িগ্রাম জেলা শাখার অতীতের বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে নতুন কমিটির সকলকে শুভেচ্ছা জানান। এবং আগামীতে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এম এ হাসেম সম্পাদিত
প্রকাশক আব্দুল জব্বার
©️ ২০২৩ আলোকিত বার্তা ৭১