প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৪ , ১১:২১:০০ প্রিন্ট সংস্করণ
উপজেলা শেষ্ঠ শিক্ষকের সম্মাননা পেলে মাহবুব হোসেন
আব্দুল জব্বার :
সাথিঁয়া উপজেলা শেষ্ঠ শিক্ষক সম্মাননা পেলেন শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজে বাংলা বিভাগের অধ্যপক মো. মাহবুব হোসেন আজ সাথিঁয়া উপজেলা নির্বাহি অফিসার এ সম্মাননা তুলে দেন ।
এ প্রাপ্তিতে কাশিনাথপুর বাসি গর্বিত। কলেজ শিক্ষকেরা বলছে যোগ্য লেকের সম্মান সৃষ্টিকর্তা দেন , তিনি ন্যায় নিষ্ঠা পরিশ্রম ভালোবাসার সাথে প্রতিটি ক্লাস করান।
অত্র কলেজের শিক্ষার্থীরা জানান, স্যার আমাদেরকে অনেক যত্ন সহকারে পড়ান। তিনি অত্যন্ত ধৈর্যশীল। তিনি একাধিক বাড় একটা বিষয় বিভিন্ন ভাবে বুঝিয়ে থাকেন।তার মত শিক্ষক পেয়ে আমরা গর্বিত।
শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তরিত কুন্ডু বলেন – আমার দেখা সে একজন পরোপকারী ও সৎ লোক। তিনি সময় মত ক্লাসে আসেন। তিনি যোগ্য হিসেবে এ সম্মাননা পেয়েছেন। আমরা কলেজ পরিবার তাকে নিয়ে গর্বিত।
রোটারি নর্থ ইস্ট সভাপতি মো. শাহিদুল ইসলাম বলেন তিনি একজন সৎ ব্যক্তি, সে শুধু শিক্ষা নয় বিভিন্ন অসহায় মানুষের পাশে দাড়ান। তিনি একজন মানব প্রেমি মানুষ। তার অর্জনে আমরা গর্বিত।
জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ ২০২৪ সালে শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা বিভিন্ন শাখায় পুরস্কৃত হয়। এ বছর উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয় অত্র শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ। এছাড়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন এ কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাহবুব হোসেন এবং শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত হন মোঃ আব্দুর রহিম।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী স্নেহা, আরিফা খাতুন ও বিএনসিসি ক্যাডেটরাও বিভিন্ন বিভাগে পুরস্কার অর্জন করে। সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে আজ এ পুরস্কার বিতরণ করেন। অভিনন্দন পুরস্কার বিজয়ী সকলকে।
আলোকিত বার্তা৭১ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা নিবেন।