• সারাদেশ

    সুজানগরের নাজিরগঞ্জে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

      প্রতিনিধি ২০ মে ২০২৪ , ৭:২৪:০৬ প্রিন্ট সংস্করণ

    রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার:

    রবিবার ভোরে নাজিরগঞ্জে সাহা মার্কেটে অগ্নিকান্ডে ৪ টি দোকান পুরে ভস্মীভূত হয়ে যায়।ধারনা করা হচ্ছে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে সুত্রপাত।এ দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু ততক্ষণে পুরে সব শেষ। ঘটনাস্থলে গিয়ে কথা ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গে। প্রথমেই কথা হয় স্বর্ণ ব্যবসায়ী মোঃ শামসু প্রামানিকের সাথে।

    তিনি বলেন তার ৮০০০০০( আট লক্ষ) নগত টাকা সহ মোট ২০০০০০০ ( বিশ লক্ষ) টাকার ক্ষতি হয়েছে।

    অপর ক্ষতিগ্রস্ত মক্কাবস্ত্র বিতানের মালিক মোঃ আঃ রশিদের সাথে তিনি বলেন আমি খুব কষ্ট করে আমার এই দোকান দাঁড় করিয়ে ছিলাম।আমার প্রায় দশ লক্ষ টাকার মত কাপড় পুড়ে গিয়েছে।

    কথা হয় আওয়াল সাইকেল স্টোরের মালিকের সাথে।তারও একই কথা যে তার ক্ষতির পরিমান আনুমানিক ( ১০০০০০০) দশ লক্ষ টাকা। যদিও ধারনা করা হচ্ছে বিদ্যুত সর্ট সার্কিট কিন্তু আওয়াল সাইকেল স্টোরে ছিল গ্যাস সিলিন্ডার ও ভ্যান গাড়ির ব্যাটারি চার্জার।আরেকটি বস্ত্র বিতান ছিল কিন্তু তার সাথে কথা হয়নি কারন ঐ মুহূর্তে তিনি বাজারে ছিরেন না।।

    এ বিষয়ে কথা বলি সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের সাথে।তিনি বলেন আমি ঘটনাস্থলে পরিদর্শন করবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো। এ দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ছুটে আসেন সুজানগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আঃ ওহাব ও নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান খান।

    মোঃ আলহাজ্ব আঃ ওহাব ক্ষতি গ্রস্তদের শান্তনা দেন এবং বলেন যত দ্রুত সম্ভব সরকারী ভাবে সাহায্য সহযোগিতা করা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ