• সারাদেশ

    লালপুরে ভিডিও নিউজ প্রকাশের পর তা মুছে দিতে সাংবাদিককে নৌ সদস্যর কড়া হুমকি

      প্রতিনিধি ৯ জুন ২০২৪ , ৭:২২:২০ প্রিন্ট সংস্করণ

     

    লালপুর,নাটোর প্রতিনিধি:-

    নাটোরের লালপুর উপজেলার বাকনা এলাকার আব্দুর রশিদের ছেলে জয়নালের বাড়িতে গত বৃহস্পতিবার (৬ জুন-২০২৪)দুপুরে বিয়ের দাবীতে(পরকীয়া প্রেমিক)অনশন করছে ২ সন্তানের মা এমন খবর পেয়ে সংবাদকর্মী সঠিক তথ্য নিতে লালপুর উপজেলায় কর্মরত সংবাদ কর্মী এ জেড সুজন মাহমুদসহ আরও কয়েকজন সংবাদ কর্মীরা জয়নালের বাড়ির সামনে উপস্থিত হলে প্রাথমিক পর্যায়ে সংবাদ কর্মীদের তথ্য নিতে বাধা প্রদান করেন একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে অর্থাৎ জয়নালের চাচাতো ভাই তারিকুল ইসলাম(নৌ বাহিনীর সদস্য)।এ সময় তরিকুল ইসলামের মা বাবা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।পরে সংবাদ কর্মীদের উপস্থিতি দেখে অনশন কারী ঐ নারী সংবাদ কর্মীদের নিকট এসে সেচ্ছায় সকল ঘটনার ভিডিও বক্তব্য দেন।পরে সাংবাদিকরা সেই ভিডিও চিত্র নিয়ে ভিডিও নিউজ প্রকাশ হলে সেই নৌ বাহিনীর সদস্য তরিকুল ইসলামের দৃষ্টি গোচর হলে ঐ দিন রাতেই (নাম প্রকাশে অনিচ্ছুক)এক সংবাদ কর্মীকে 01750-647664 নম্বর থেকে মুঠোফোনে কল দিয়ে নৌ বাহিনীর সদস্য তরিকুল ইসলাম পরিচয়ে হুমকি দিতে থাকে এবং ঘটনা স্থলে মেম্বার,চেয়ারম্যান এর অনুমতি না নিয়ে উপস্থিত হওয়ার অপরাধে ব্যবস্থা নেওয়া হবে বলে কড়া হুমকি দেন।পরের দিন বেলা ১১টা ৪১ মিনিটে ঐ একই নম্বর থেকে সংবাদ কর্মী এ জেড সুজন মাহমুদের মোবাইল ফোনে কল দিয়ে অকথ্য ভাষা ব্যাবহার করে ভিডিও নিউজটি ডিলিট/মুছে দেওয়ার জন্য বলেন এবং মুছে না দিলে কঠোর ব্যবস্থা নিবে বলে হুমকি দেন।যার কল রেকর্ড গুলো সংবাদ কর্মীদের নিকট সংরক্ষিত রয়েছে।

    এ বিষয়ে সংবাদ কর্মী এ জেড সুজন মাহমুদ বলেন,আমরা স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে অনশনের খবর পেয়ে সেখানে সঠিক তথ্য নিতে উপস্থিত হয়েছিলাম।ভুক্তভোগী ওই নারীর সেচ্ছায় ভিডিও বক্তব্য নিয়ে ভিডিও নিউজ প্রকাশ করা হয়েছে।নিউজ প্রকাশ হওয়ার পরে নৌ বাহিনীর সদস্য তারিকুলের হুমকি- ধামকি দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক।তিনি যে ভাষায় হুমকি দিয়েছে তা সবকিছু সংবাদ কর্মীদের হাতে সংরক্ষিত আছে বলে জানান।

    তবে তার ঐ হুমকিতে আমি মানুষিক ভাবে চিন্তায় আছি,জানিনা সুযোগ পেলে সে আমার এবং আমার পরিবারের কোন ক্ষতি করবে কি না বলেও জানিয়েছেন এ জেড সুজন মাহমুদ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ