প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৪ , ২:৪১:১৮ প্রিন্ট সংস্করণ
জাতীয় মহিলা সংস্থা উদ্যোক্তাগণে থেকে ৩লক্ষ টাকা আত্মসাৎ এবং প্রশিক্ষণ কর্মকর্তা লাপাত্তা
মোঃ ফেরদৌস হাসান সাঁথিয়া ও সুজানগর( পাবনা) প্রতিনিধি
সারা বাংলাদেশ ২০২৩/২০২৪ অর্থ বাজেটে ৪৪১কোটি টাকা বরাদ্দ হয়েছিল জাতীয় মহিলা সংস্থা উদ্যোক্তাদের সামাজিক উন্নয়নের জন্য , আর তারি ধারাবাহিকত পাবনা সাঁথিয়া উপজেলার সাবেক প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ আনিসুর রহমান ২০ জন নারী উদ্যোক্তাদের ৩লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে । ৩০ ডিসেম্বর ২০২৪ইং তারিখে ২০ জন নারী উদ্যোক্তাদের সাথে নিয়ে মোছা. বেনজির খাতুন সাংবাদিকদের জানাই
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সাঁথিয়া উপজেলায় জাতীয় মহিলা সংস্থা তৃণমূল প্রকল্পে নারী উদ্যোক্তাদের সামাজিক উন্নয়নের জন্য প্রত্যেক সদস্যদের ১৫ হাজার টাকা করে অনুদান এসেছে এবং তিনটি দোকান (১) বিউটি পার্ল (, ২). বিক্রয় প্রদর্শনী কেন্দ্র এবং ( ৩)ফুড কনার এই দোকানে মোট ২০ জন নারী উদ্যোক্তা পরিচালনা করবে । আমরা আরো জানতে পারি যে এই তিনটি দোকানের বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল এবং দোকান ভাড়ার টাকা সহ ২০২৪ সাল থেকে ২০২৫ পর্যন্ত এ সকল কিছুই বহন করবে জাতীয় নারী সংস্থা তৃণমূল প্রকল্প অধিদপ্তর । সাবেক প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ আনিসুর রহমান কিছু জাল স্ট্যাম্প করে যাতে লেখা দোকান ভাড়ার চুক্তিনামা ও এবং ২০নারী উদ্যোক্তার জল স্বাক্ষর । অথচ আমরা সেখানে কোন নারী স্বাক্ষর করিনি ভুয়া স্বাক্ষর দিয়ে মোঃ তাকছার রহমান তার নিজস্ব ছোট ভাই এর নামে চুক্তিনামা তৈরি করা হয়েছে । জাতীয় নারী সংস্থা অধিদপ্তর থেকে বিভিন্ন সময় যে সকল বরাদ্দ আসতো তা আমাদের না জানিয়ে আত্মসাৎ করেছে আবার কিছু নারীদের তিনি কুপ্রস্তাব করতো । ২০ নারীকে চেক দিয়ে ১৫ হাজার টাকা করে মোট ৩লক্ষ টাকা উত্তোলন করে মিথ্যা ও বানোয়াট কথা বলে টাকাগুলো ফেরত দিতে বাধ্য করেছে । এ বিষয় সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেছি। মোঃ আনিসুর রহমানের টাকা আত্মসাৎ ও দুর্নীতির বিরুদ্ধে কঠিন শাস্তির দাবি জানাই ।
ঘটনাটির তদন্তকারী মোঃ ইমরান আলী ( উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ) জানায় আমি তদন্ত করে রিপোর্ট পাঠিয়ে দিয়েছি উপজেলা নির্বাহী অফিসার এর কাছে এবং ঘটনায় সত্য বলে তদন্তে উঠে এসেছে ।
সাঁথিয়া উপজেলার নির্বাহী অফিসার জানায় এ বিষয়ে আমি একটু অভিযোগ পেয়েছি ঘটনাটি তদন্ত করার জন্য মোঃ ইমরান আলী উপজেলা (পল্লী উন্নয়ন কর্মকর্তা ) কে দায়িত্ব দেওয়া হয়েছিলো সে আমাকে তদন্ত রিপোর্ট রিপোর্ট জমা দেয়ার পর জাতীয় মহিলা সংস্থা অধিদপ্তরে পাঠিয়ে দিয়েছি ।