প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২৫ , ৬:০৫:০২ প্রিন্ট সংস্করণ
ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত।
শনিবার ২৭শে সেপ্টেম্বর বাদ আসর রাজধানী ঢাকার কাফরুল থানার পূর্ব বাইশটেকি দারুস সুন্নাহ মাদরাসা ও এতিমখানায়ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি’র আয়োজনে
মৃত্যুবরণকারী সদস্যদের মাগফেরাত ও অসুস্থদের সুস্থতা কামনা এবং দেশবাসীর জন্য দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়।
ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি এর এডমিন গ্রুপ সদস্য মোঃ শাহীদুল ইসলাম এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি এর সম্মানিত সদস্য ও বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা
২০২৪ আগস্টে গুলিতে শহীদ মোঃ আঃ হান্নান এর সন্তান ডাঃ সিফাত। তিনি বলেন সোসাইটির এমন আয়োজনে আমাদের পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।
দোয়া মাহফিলে আলোচনা করেন ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি এর সম্মানিত সদস্য মোঃ আজাদুর রহমান আজাদ, মোঃ জানে আলম লিটন,মোঃ বদিউজ্জামাল তোতা, আসাদুজ্জামান সুজন, মোঃ মাসুদ খান, মোঃ শাকিল হোসেন তনু, মোঃ সুজন হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আলতাফ হোসেন, মোঃ তরিকুল ইসলাম টুটুল, মোঃ সোহেল রানা জিন্নাহ, মোঃ নাসির উদ্দিন, মোঃ সজিব উদ্দিন রাজিব সহ আরো অনেকেই।
আলোচনা পরবর্তীতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সুন্নাহ মাদরাসা ও এতিমখানার মুফতি মোঃ আনোয়ার হোসেন।