প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৩ , ৭:১৭:১৫ প্রিন্ট সংস্করণ
রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের পারসাদিপুর গ্রামে একটি ধান ক্ষেত থেকে কুটিজান বেগম নামে (৬৫) বছর বয়সের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কুটিজান বেগম মূলঘর ইউনিয়নের পারসাদিপুর গ্রামের মৃত সৈয়দ আলীর স্ত্রী ও আকবরের মাতা। বুধবার (১৮ জানুয়ারী ) দুপুরে তার মরদেহ উদ্ধার করেছে রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা।
পার সাদিপুরের পার্শবর্তী গ্রামের বাসিন্দা ও শহিদ ওহাবপুর ইউনিয়নের ইউপি সদস্য আব্বাস আলী মিয়া জানান, কুটি জান বেগম একজন বৃদ্ধা মানুষ। সে গত মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হয়। এরপ বুধবার দুপুরে একটি ধান ক্ষেতে তার মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন জানান, স্থানীয়দের দেওয়া তথ্যে ভিত্তিতে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। সেই সাথে এ মৃত্য আসল রহস্য বের করতে পুলিশ সদস্যরা কাজ করছে।
আলোকিত বার্তা৭১/এসআর