প্রতিনিধি ১ অক্টোবর ২০২৩ , ৬:৫৪:১৩ প্রিন্ট সংস্করণ
এনামুল হক :- আলোকিত বার্তা ৭১, স্টাফ রিপোর্টার।
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সাংবাদিকদের উদ্যোগে বাংলাদেশ প্রেস কাউন্সিল অডিটোরিয়ামে আজ শনিবার ৩০ সেপ্টেম্বর বিকাল ০৪ ঘটিকায় বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোরের চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পত্রিকার নির্বাহী সম্পাদক ফকির রিয়াজুল কবির এবং সহযোগী সম্পাদক পাপিয়া সরকার, সহ- সম্পাদক মো:আফজাল হোসেন,সহকারী সম্পাদক হাদিউল আলম মোড়ল, সভাপতিত্ব করেন ব্যবস্থাপনার সম্পাদক মো:- জালাল উদ্দিন জুয়েল। অনুষ্ঠানে উপস্থিত ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলা উপজেলা প্রতিনিধিদের সাথে পরিচিতি ও মতবিনিময় শেষে পত্রিকার উন্নয়ন ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা করেন উপস্থিত অতিথিবৃন্দ।
এ সময় প্রধান অতিথি শফিকুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আপনারা সবাই দেশ ও মানুষের কল্যাণের লক্ষ্যে সত্য সংবাদ সংগ্রহ করবেন, অন্যায়ের কাছে মাথা নত করবেন না, কারণ সাংবাদিক আপনারা হলেন জাতির বিবেক, আপনাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে তা সঠিকভাবে সততার সাথে পালন করবেন। তিনি আরও বলেন আপনারা সব সময় জনগণের স্বার্থে দেশের কল্যাণে কাজ করে যাবেন, সঠিক তথ্য নিয়ে সংবাদ প্রকাশ করবেন কারো কথায় কোন প্রকার অন্যায়ের পক্ষ নিয়ে নিউজ করবেন না।
পরে ভোরের চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক, নির্বাহী সম্পাদক, সহযোগী সম্পাদক, ব্যবস্থাপনার সম্পাদকসহ ঢাকা ও ময়মনসিংহ বিভাগীয় সকল পর্যায়ের ভোরের চেতনা পত্রিকার প্রতিনিধিদের সাথে নিয়ে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।