• শিক্ষাঙ্গন

    পাবিপ্রবিতে ১৬৪ আসন ফাঁকা, ভর্তিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ! 

      প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৩ , ৭:৩০:০৬ প্রিন্ট সংস্করণ

     

    নাজমুল ইসলাম, পাবিপ্রবি:

    পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে ১৬৪টি ফাঁকা আসন পূরণে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি।

     

    শনিবার(১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

     

    ভর্তি কমিটির সদস্য সচিব মো. ফজলে রাব্বি খান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শূন্য আসনে ভর্তিচ্ছু প্রার্থীদের আগামী ১৫ ও ১৬ জানুয়ারি সকাল ৯:৩০ থেকে বিকাল ৪:০০ টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলে স্ব-শরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

     

    এরপর ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা আগামী ১৭ জানুয়ারি প্রকাশিত হবে। এছাড়াও নির্বাচিতদের আগামী ১৮ এবং ১৯ জানুয়ারি সকাল ১০:০০ টা থেকে বিকাল ৪:০০ টার মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

     

    এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে।

     

    প্রসঙ্গত, ইতোপূর্বে পর পর সাত ধাপে মেধাতালিকা প্রকাশ করে ভর্তি নেওয়ার পরও ১৬৪ আসন শূন্য থাকায় নতুন করে এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    আরও খবর: শিক্ষাঙ্গন

    জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন করেছে পাবনার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কাশিনাথপুর বিজ্ঞান স্কুল

    “শিক্ষা শুধু সনদ নয়,বরং জীবনের আলোকবর্তিকা বিজ্ঞান স্কুলের মা সমাবেশে প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ 

    প্রযুক্তি হবে জ্ঞানের অস্ত্র, প্রতারণার পথ নয় বিজ্ঞান স্কুল পরিদর্শনে আমিনপুর থানা অফিসার ইনচার্জ 

    কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের দুই এসএসসি পরীক্ষার্থীর অকাল মৃত্যুতে শোক পালন করছে কাশিনাথপুর বিজ্ঞান স্কুল পরিবার

    কাশিনাথপুর স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুলে বৈশাখী পিঠা উৎসব ১৪৩২ অনুষ্ঠিত

    শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত