• শিক্ষাঙ্গন

    নগরবাড়ি মেরিটাইম স্কুলে স্বাধীনতা দিবস পালিত

      প্রতিনিধি ২৬ মার্চ ২০২৩ , ৭:৩৮:১৯ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :নগরবাড়ি মেরিটাইম স্কুলে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকাল ১০ টায় স্কুল চত্বরে চিত্রাঅস্কন রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    নগরবাড়ি মেরিটাইম স্কুলের অধ্যক্ষ এম এ হাসেমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ সোহানুর রহমান সোহান,ইমরান সহ সকল শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।

    এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি চারণ করেন ও বলেন বঙ্গবন্ধু ছিলেন একজন যে কিনা আর পৃথিবীতে আসবেনা। তিনি ১৭ মার্চে যে ভাষণ দিয়েছিলেন তা আজও সাহিত্য হয়ে আছে। প্রতিটি লাইন প্রতিটি শব্দ আজও সকলের কানে বাজে। তিনি এ স্বাধীন দেশ আমাদের জন্য রেখে গেছেন। তার আত্মত্যাগ ভুলবার নয়। তারমতো জনদরদী নেতা আদৌ পৃথিবীতে আসবে কিনা তা সন্দেহ আছে। তিনি ছিলেন এক মহান ব্যাক্তিত্ব, যার কোন তুলনা হয়না। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

    আলোচনা শেষে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ