প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৩ , ৬:৪৯:২১ প্রিন্ট সংস্করণ
মো: শাহরিয়ার ইমন,বুটেক্স প্রতিনিধি
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) শাখা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত ‘বঙ্গবন্ধু কাপ-২৩’ আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ৪৪ ব্যাচ ও ফেব্রিক ইন্জিনিয়ারিং ৪৫ ব্যাচ এর মধ্যকার অনুষ্ঠিত ম্যাচে দুই দল ১-১ গোলে ড্র করে। পরবর্তীতে খেলা টাইব্রেকারে গড়ালে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ৪৪ তম ব্যাচ ৩-২ ব্যবধানে জয়ী হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ্ আলীমুজ্জান বেলাল স্যার কর্তৃক উদ্বোধিত এই টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ৪৪ থেকে ৪৮ মোট পাচঁটি ব্যাচ হতে মোট ৪০টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোকে মোট আটটি গ্রুপে ভাগ করা হয়, যার প্রত্যেকটিতে পাঁচটি দল ছিল। প্রতিটি গ্রুপের পাঁচ দলের নিজেদের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।
প্রথম সেমিফাইনালে টেক্সটাইল মেশিন ডিজাইন এ্যান্ড মেইনটেন্যান্স ৪৬ ব্যাচকে ১-০ গোলে পরাস্ত করে ফেব্রিক ইন্জিনিয়ারিং ৪৫ ব্যাচ এবং দ্বিতীয় সেমিফাইনালে ফেব্রিক ইন্জিনিয়ারিং ৪৬ ব্যাচকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ৪৪ ব্যাচ।