প্রতিনিধি ৬ নভেম্বর ২০২৩ , ২:৪১:৫১ প্রিন্ট সংস্করণ
মোঃ বাবুল রানা: ভোলা
ভোলার রাজাপুর ইলিশা মেঘনা নদীর তীর জোর খালের পাশে এই মৃত লাশের সন্ধান মিলে। জোর খালের পাশে মেঘনা নদীর তীর দিয়ে ভেসে যাওয়ার সময়, এলাকার সাধারণ মানুষদের নজরে আসে।তখন ওই এলাকার মানুষ ইলিশা নৌ থানায় খবর দেন। পরে খবর পেয়ে ইলিশা নৌ থানার ইনর্চাজ আকতার হোসেন সহ একটি টিম সেখানে যায়।
গিয়ে উপস্থিত হন।
এবং দেখতে পান ৩০ থেকে ৩৫ বছরে এক জন পুরুষের মৃত লাশ পানিতে ভেসে রয়েছে। মৃত ব্যক্তির গায়ে ছিল একটি কালো গেঞ্জি ও কালো পেন্ট। ও তার সাথে থাকা মানিব্যাগে একটি পরিচয় পত্র পাওয়া যায় এবং একটি মোবাইল ফোন ও ছিল তার সাথে। লোকটি নদীতে তলিয়ে যাওয়ার জন্য তাহার হাতের সাথে একটি কালো রঙ্গের ব্যাগের ভিতর পোনেরো কেজির ওজনের পইরান বেঁধে দেওয়া হয় বলে জানা যায়।
ইলিশা নৌ থানার ইনর্চাজ আকতার হোসেন নদীর তীর থেকে মৃত ব্যাক্তির লাশটি উদ্ধার করেন, এবং ময়না তদন্তের জন্য ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ইনচার্জ আকতার হোসেন।