প্রতিনিধি ৮ আগস্ট ২০২২ , ৯:২৭:২৭ প্রিন্ট সংস্করণ
মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম এর নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার(সুজানগর সার্কেল) মোঃ রবিউল ইসলামের তদারকিতে ইং ০৭/০৮/২০২২ তারিখ দুপুর ১২,৩০ ঘটিকা হইতে দুপুর ২.৩০ ঘটিকার মধ্যে সুজানগর থানার মানিকহাট ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সুজানগর থানার ওসি মোঃ- আব্দুল হান্নান এর নেতৃত্বে এসআই জাহাঙ্গীর আলমের একটি চৌকস দল শিশুধর্ষনের সাথে জড়িত একজন ধর্ষককে গ্রেফতার করে।
ঘটনার বিরবণ এই যে, গত ইং-০৫/০৮/২০২২ তারিখ বিকালে আসামি, বাদীর সাত বছরের মেয়েকে চকলেট কেনার টাকা দেওয়া লোভ দেখিয়ে ফুসলিয়ে আসামির পশ্চিম দুয়ারী টিনের গোয়াল ঘরের মধ্যে নিয়ে সকলের অগোচরে ধর্ষণ করতে শুরু করে, তখন ভিকটিম কান্না শুরু করলে পাষান্ড ধর্ষক তাকে ছেড়ে পালিয়ে যায়, পরে ভিকটিম কে আহত অবস্থায় উদ্ধার করে পাবনা সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) তে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে ভিকটিম সেখানে চিকিৎসাধীন আছেন। উক্ত অভিযোগ আজ দুপুরে থানায় প্রাপ্তির পর উর্ধতন কর্তৃপক্ষে অবগত করে বিষয়টি এজাহার হিসেবে গন্য করে, দ্রুত পাষন্ড ধর্ষককে গ্রেফতার করা হয়।
পাষন্ড ধর্ষক হলো-
১। মোঃ- মুসা সরদার (৬০), পিতা-মৃত পাথারী সরদার, সাং-রাই পুর বাজার, থানা-সুজানগর জেলা পাবনা।
ধর্ষককে প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
তথ্যটি নিশ্চিত করেছেন সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ হান্নান।
তিনি জানান অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।