• সারাদেশ

    ইউজেএসবি পাবনা জেলা কমিটি’ র সভাপতি বুলবুল, সম্পাদক আলামিন 

      প্রতিনিধি ৩০ মার্চ ২০২৪ , ৫:২৯:০৪ প্রিন্ট সংস্করণ

     

    বুলবুল হাসান, পাবনা জেলা প্রতিনিধি : দেশব্যাপী পরিচালিত সাংবাদিকদের অধিকার আদায়ে শীর্ষ স্থানীয় সংগঠন “ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশ” এর পাবনা জেলা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়েছে।

     

    ৩০ মার্চ (শনিবার) কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও মহাসচিব আলহাজ্ব সাইফুল ইসলাম এ-র স্বাক্ষরে ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়েছে।

     

    দৈনিক গণতদন্তের এ কে এম রাশিদুল হাসান (বুলবুল হাসান) কে সভাপতি ও উন্মোচন টেলিভিশন এর স্টাফ রিপোর্টার মোঃ আলামিন সরকার কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

    কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি হিসেবে দৈনিক গণতদন্তের মাহাবুব মণ্ডল, দৈনিক অগ্নি কন্ঠের ওমর ফারুক, দৈনিক বাংলার খবর এর আলমগীর হোসেন প্রমুখ।

     

    এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বাংলা খবর প্রতিদিন এর মাহমুদুল হাসান ঝিনুক, আলোকিত বার্তা’র এম এ হাশেম, আলোকিত বার্তা’র আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক গণমুক্তি’র সাইম সরকার , দৈনিক জনকণ্ঠের লুৎফুর রহমান, আজকের বসুন্ধরা’র তোফাজ্জল হোসেন।

     

    এছাড়াও অর্থ সম্পাদক হিসেবে দৈনিক জনতা’র মোঃ আবু সামা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে সময়ের আলো’র এস আর শাহ আলম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে বেড়ার আলো নিউজ এর মোঃ মুকুল, দৈনিক বাংলার ডাইরি’র সোনিয়া পারভীন।

     

    উল্লেখ্য ২০২০ সাল থেকে দেশব্যাপী একযোগে সাংবাদিক দের অধিকার আদায়ে আন্দোলনে এবং দাবি আদায়ের লক্ষ্যে কাজ করে আসছে সংগঠনটি। জেলা কমিটির সকল নেতৃবৃন্দ কে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় পরিষদের সকল সদস্যবৃন্দ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ