প্রতিনিধি ১৩ আগস্ট ২০২২ , ৭:১২:২৯ প্রিন্ট সংস্করণ
মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নিয়ন ল্যাবরেটরি, আশরাফ ফুড এন্ড বেভারেজ ও সাফিয়া ল্যাবরেটরী এর মালিক মোঃ জাকরিয়া জেমী (৩০), পিতা-মোঃ আশরাফ কাজী, সাং-বাংলাবাজার পলিথিন রোড থানা-পাবনা সদর জেলা-পাবনা বিরুদ্ধে যৌন উত্তেযক ভেজাল ঔষধ ও শরবত জিনসিন প্রস্তুত করার জন্য ব্যবস্থা গ্রহন।
পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে অপরাধ মুক্ত এবং ভেজাল ঔষধ ও পানীয় প্রস্তুতকারী কোম্পানীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার লক্ষ্য জেলা গোয়েন্দা শাখা ,পাবনার একটি অভিযানিক দল ইং ০৭/০৮/২০২২ তারিখ পাবনা সদর থানাধীন চর সাধিরাজপুর (হযরত চেয়ারম্যানের মোড়) সাকিনস্থ জনৈক মোঃ ইদ্রীস প্রাং, পিতা-কুদ্দুস প্রাং এর মালিকানাধীন বাড়ীর ভাড়াটিয়া মোঃ জাকারিয়া জেমী(৩০), পিতা-মোঃ আশরাফ কাজী, সাং-বাংলা বাজার পলিথিন রোড, থানা ও জেলা-পাবনা এর মালিকানাধীন নিয়ন ল্যাবরেটরী, আশরাফ ফুড এন্ড বেভারেজ ও সাফিয়া ল্যাবরেটরী কারখানায় অভিযান পরিচালনা করে। উক্ত কারখানা হইতে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ফ্রুট সিরাপ, যৌন উত্তেজক জিনসিন শরবত, ইউনানী ঔষধ জব্দ করা হয়। উক্ত নিয়ন ল্যাবরেটরি, আশরাফ ফুড এন্ড বেভারেজ ও সাফিয়া ল্যাবরেটরী কারখানায় প্রস্তুতকৃত ফ্রুট সিরাপ ও শরবত জিনসিন এর নামে যে সকাল পানীয় প্রস্তত ও বাজারজাত করে সে সকল পানীয় সম্পুর্ন রূপে সেবন অযোগ্য এবং জনস্বাস্থ্যের জন্য অতিমাত্রায় ক্ষতিকর। উক্ত কারখানার মালিক মোঃ জাকরিয়া জেমী (৩৫), পিতা-মোঃ আশরাফ কাজী, সাং-বাংলাবাজার পলিথিন রোড, থানা-পাবনা সদর, জেলা-পাবনার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে পাবনা সদর থানায় মামলা রুজু করা হয়েছে এবং তাকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।