• সারাদেশ

    সুজানগর গাজনার বিলের কচুরিপানা অপসারণ কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান 

      প্রতিনিধি ১১ জুন ২০২৪ , ১:৪৭:৫৩ প্রিন্ট সংস্করণ

    মোঃ রফিকুল ইসলাম  স্টাফ রিপোর্টার:

    পাবনার সুজানগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও‌ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল ওহাব তার‌‌ নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে পাবনার সুজানগরের ঐতিহ্যবাহী গাজনার বিলের কচুরিপানা অপসারণ কর্মসূচির উদ্বোধন করেছেন। ‌‌ সোমবার সকালে উপজেলার মানিকহাট ইউনিয়নের ‌গমগারা ক্যানেল থেকে কচুরিপানা অপসারণের মাধ্যমে ওই কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মানিকহাট ইউপি চেয়ারম্যান মোঃ শফিউল ইসলাম, সাবেক চেয়ারম্যান ডা: মজিবুর রহমান ও সুজানগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পা‌দক রায়হান আলি শেখ মিলন সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। টিআর কর্মসূচির অর্থায়নে‌ ওই কচুরিপানা অপসারণ করা হচ্ছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাজমুল হুদা জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ