প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১২:৩২:৫৭ প্রিন্ট সংস্করণ
প্রকাশক:
১৬ সেপ্টেম্বর, সোমবার পাবনা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ (নগরবাড়ি ঘাট)এর স্থায়ী কার্যালয়ে নতুন আহ্বায়ক কমিটির গঠন করা হয়েছে। মো. গোলাম নবী রতন কে আহ্বায়ক করে ১৫ সদস্য অনুমোদন দেওয়া হয়।
এম এ গনি ফকির(যুগ্ম-আহ্বায়াক),
মোঃ শরিফুল ইসলাম মিন্টু(যুগ্ম আহ্বায়ক- ২),
মোঃ মহিউদ্দিন খান (যুগ্ম আহ্বায়ক-৩)
কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেনঃ হাজ্বি মো. আব্দুর রাজ্জাক, মো. আব্দুল হালিম প্রাং, মোঃ নুরুল ইসলাম,হাজ্বি মোঃ ঈমান আলী,মোঃরকিকুল হাসান তন্ময় ,মোঃ রিয়াজুর রহমান সজিব, মোঃসেলিম রেজা লাল,মোঃ আক্কাস আলী,শ্রী সুমন কুমার শীল, আতিকুর রহমান রুমন,মোঃ আসলাম হোসেন।
কমিটির আহবায়ক মোঃ গোলাম নবী রতন বলেন, পরিবহন মালিকদের নিয়ে গঠিত পাবনা জেলার সবচেয়ে পুরাতন এই সংগঠন। মালিকদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি সহ এই সংগঠন এর উদ্দেশ্য অনুযায়ী কার্যক্রম আরো বৃদ্ধি পাবে সেই লক্ষ্যে আমরা কাজ করবো। সেই সাথে সাবেক সেক্রেটারি থাকাকালিন যেমনভাবে সংগঠন এর সকল নিয়ম কানুন ন্যায় নিষ্ঠা ও সততার সাথে পালন করেছিলাম আগামীতেও তেমনভাবে করবো।
কমিটির অন্যতম সদস্য মৃধা পরিবহন এর পরিচালক মোঃ রিয়াজুর রহমান সজিব বলেন, মালিক সমিতির সকল সদস্যদের পাশে যেন সর্বদা থাকতে পারি সেটাই আমার উদ্দেশ্য।