• সারাদেশ

    পাবনায় পূর্বের শত্রুতার জের ধরে প্রাণে মেরে ফেলার  অভিযোগ 

      প্রতিনিধি ২৩ মার্চ ২০২৫ , ১১:১২:৫১ প্রিন্ট সংস্করণ

    পাবনায় পূর্বের শত্রুতার জের ধরে প্রাণে মেরে ফেলার  অভিযোগ

     

    মোঃ ফেরদৌস হাসান

     

    জমি সংক্রান্ত জের ধরে দেশীয় অস্ত্র দিয়ে প্রাণে মেরে ফেলের চেষ্টা জনগণের কারণেই পালাতে বাধ্য হয় প্রতিপক্ষ ।

    ঘটনাটি ঘটেছে পাবনা বেড়া উপজেল অন্তর্ভুক্ত আমিনপুর থানার মাসুন্দিয়া ইউনিয়নের অন্তর্গত রতনগঞ্জ গ্রামে ২১ মার্চ ২০২৫ইং তারিখে সকল ১০.৩০টার সময় মৃত মোঃ বাতেন মেম্বার সাবেক মাসুন্দিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি ছেলে মোঃ ইরান( ৩০) বাড়ির রাস্তার পাশে নিজ দোকানের সামনে কিছু লোকজনে হাতে দেশি অস্ত্র নিয়ে জমির সীমানার জাল দিয়ে আটকানো বেড়া কুপিয়ে কাটছে , আফজাল বাহিনী দল ।

    তাই এ বিষয়ে

    মোঃ ইমরান সাংবাদিককে জানাই আমাদের জমির সীমানা নির্ধারণের বেড়াটি মোঃ আফজাল সেখ ৫০ মোঃ রনি সেখ (৩০) পিতা পিতা মোঃ আফজাল মোছোঃ পারুল ( ৩৫) স্বামী মোঃ আফজাল শেখ মোছাঃ আখি ২৮ মোছোঃ লাকি (২৩) উভয়ের পিতা আফজাল শেখ জোরপূর্বক বুটি, চাপাটি ও লোহার দেশীয় অস্ত্র দিয়ে সীমানা নির্ধারণের বেড়া থেকে কুপিয়ে চিনা বিচ্ছিন্ন করে আমি সামনে এগিয়ে গেলে আমাকে প্রাণে মারার জন্য আমার উপর হামলা চালায় অবস্থা বেহাল দেখে আমি চিৎকার করলে আমার ভাই মোঃ ইরাক এবং স্থানীয় জনগণ এগিয়ে আসলে শত্রুপক্ষের হামলাটি বিফলে যায় । মোঃ ইরাক জানায় মোঃ রনি সেখ এবং তার ফ্যামিলির লোকজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে আর এই অবৈধ্য টাকার জোরে অন্যায় ভাবে আমাদের জমি দখল করতে আসে তিনি আরো বলেন আওয়ামী ক্ষমতায় থাকা অবস্থায় আমাদেরকে অনেকবার হয়রানি করে আসছে এবং বিভিন্ন সময় ভয় ভীতি দেখায় । এ বিষয়ে স্থানীয় জনগণ জানায় দীর্ঘ ৫০ থেকে ৬০ বছর যাব ডিসি আর কেটে ভোগদখল করে মৃত মোঃ বাতেন মেম্বারের ছেলেরা খায়। কিন্তু অন্যায় ভাবে আফজাল এবং তার ছেলে সন্তানরা জোরপূর্বক দখল করতে চায়

    ঘটনার বিষয়ে মোঃ রনি সেখের সাথে৷ মুঠোফোন যোগাযোগ করতে চাইলে সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি ।

    এ বিষয়ে আমিনপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোঃ আলমগীর হোসেন জানায় এ বিষয়ে একটি অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ