প্রতিনিধি ২৩ আগস্ট ২০২২ , ৮:৪২:০৯ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভ. রেজি. এস-১০২৮/৯৮) এর পাবনা জেলা কমিটি গঠন। নর্থ পয়েন্ট স্কুল এন্ড কলেজ এর প্রিন্সিপাল মোঃ ওলিউর রহমান-কে সংগঠনের পাবনা জেলা সভাপতি ও পাবনা বিজ্ঞান স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ এম.এম. মাহফুজুর রহমান কে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন প্রদান করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর মহাসচিব অধ্যক্ষ মিজানুর রহমান সরকার। তিনি জানান পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন কমিটি আগামী ২ বছরের জন্য অনুমোদন দেওয়া হলো। এছাড়াও নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, অর্থ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদ ও শিক্ষা সম্পাদক পদে পলাশ হোসেন কে অন্তর্ভূক্ত করা হয়।
প্রসঙ্গত, ১৯৮৪ সালে এই সংগঠন প্রতিষ্ঠা লাভ করে এবং ১৯৯৮ সালে গভ: কর্তৃক রেজিস্ট্রেশন লাভ করে। দেশের ৫৬ জেলায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর কমিটি রয়েছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছেন মিসেস মনোয়ারা ভূঁইয়া ও মহাসচিব মোঃ মিজানুর রহমান।