প্রতিনিধি ২৩ আগস্ট ২০২২ , ৫:২২:১৫ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ-
ভোলা সদর উপজেলায় বিভিন্ন স্থানে আজ চালের দোকানে মূল্য তালিকা না থাকা, মূল্যে কারসাজি ও জ্বালানি তেল মাপার পাত্রে কারচুপির অভিযোগে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মাহমুদুল হাসানের নেতৃত্বে ইলিশা বাসস্ট্যান্ড, সদর রোড ও খালপাড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে চাকলাদার ট্রের্ডাসকে ২ হাজার, হাওলাদার রাইসকে ৩ হাজার, সাদেক ট্রের্ডাসকে ২ হাজার ও নোয়ার এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া জ্বালানি তেল মাপার পাত্রে কারচুপির অভিযোগে আজিম ট্রের্ডাসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।