• সারাদেশ

    নীলফামারীর ডোমারে  ছুড়ি দিয়ে কুপিয়ে হত্যা করে নিজের পেট কেটে আত্মহননের চেষ্টা

      প্রতিনিধি ৩১ আগস্ট ২০২২ , ৯:০৮:১০ প্রিন্ট সংস্করণ

    সঞ্জয় দাস, নীলফামারী জেলা প্রতিনিধি:

     

    নীলফামারীর ডোমারে স্ত্রী ও তিন বছর বয়সী শিশুকে ছুড়ি দিয়ে কুপিয়ে হত্যা করে নিজের পেট কেটে আত্মহননের চেষ্টা করেছেন জিয়ারুল ইসলাম(৩০) নামে এক যুবক। বুধবার বেলা তিনটার দিকে ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের নয়ানি বাকডোকরা নিমোজখানা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন জিয়ারুলের স্ত্রী রতনা বেগম(২৫) ও তার তিন বছর বয়সী মেয়ে ইয়াসমীন আকতার।

    জিয়ারুল একই ইউনিয়নের চান্দিনাপাড়া এলাকার সমারু মামুদের ছেলে এবং পেশায় একজন কাঠমিস্ত্রি। ঘটনার সময় ৩০বছর বয়সী ওই যুবক তার ১৪দিন বয়সী শিশুকে পানিতে ফেলে দিয়ে এবং একই ছোড়া দিয়ে শ্বাশুড়ি বিলকিস আকতারকে(৪০) আঘাত করে রক্তাত্ব করে নিরে পেটে ছুড়ি চালিয়ে আত্মহননের চেষ্টা চালান।

    আত্মহননের চেষ্টাকারী যুবকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৪দিনের শিশু ও শ্বাশুড়ি বিলকিসকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। বিলকিস ইসলাম একই এলাকার আব্দুল করিমের স্ত্রী।

    বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদের পাঁচ নং ওয়ার্ড সদস্য অশ^নী কমুার রায় জানান, জিয়ারুল ও রতনার মধ্যে পারিবারিক দ্বন্ধ চলছিলো বেশ কিছুদিন থেকে। আজ ক্ষিপ্ত হয়ে ছুড়ি দিয়ে হত্যাকান্ড ঘটিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা চালায়।

    ঘটনাস্থলে স্ত্রী রতনা ও তিন বছর বয়সী মেয়ে ইয়াসমীন মারা যান। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছে।

    বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, পারিবারিক কোলহের জের ধরে এই ঘটনা ঘটানো হয়েছে। আহত বিলকিস ও ১৪দিনের শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং এবং আত্মহননের চেষ্টাকারী যুবককে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি বলেন, এ ঘটনায় জিয়ারুল ইসলামকে আটক দেখানো হয়েছে এবং সে যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য পুলিশি নিরাপত্তায় চিকিৎসা কার্যক্রম চলবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ