• সারাদেশ

    কাশিনাথপুর ইউনিয়ন সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২২ , ৩:১৪:৩৯ প্রিন্ট সংস্করণ

    মিজানুর রহমান কাজলঃ সাথিঁয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নে সামাজিক-সম্প্রীতি কমিটির সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

     

    আজ রবিবার (১১সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় কাশিনাথপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সামাজিক-সম্প্রীতি কমিটির সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

    কাশিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মঞ্জুর এলাহী’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কাশিনাথপুর ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী মাষ্টার। কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমতিয়াজ।

     

    উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-কাশিনাথপুর শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তরিত কুন্ডু,সাবেক অধ্যাক্ষ আব্দুল বাতেন, বিশিষ্ট ব্যাবসায়ি মোঃ রুবেল, ২ নং ওয়ার্ড সদস্য মোঃ সুজন সহ কাশিনাথপুর ইউনিয়ন এর সকল মেম্বার ও গ্রাম্য পুলিশ সদস্যগন। ক্ষুদ্র -নৃগোষ্ঠী সম্প্রদায়, মসজিদের ইমাম প্রমুখ।

     

    কাশিনাথপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইমতিয়াজ বলেন সামাজিক সম্প্রতির মাধ্যমে সমাজ থেকে মাদক মুক্ত করতে হবে। মাদক সেবন ও ব্যবসায়ীয়দের উদ্দেশ্যে বলেন ভালো হয়ে জান না হলে এলাকা ছাড়ুন অন্যথায় জেলখানায় পুরে রাখবো।

    সভাপতির বক্তব্যে মীর মঞ্জুর এলাহী বলেন- সামাজিক সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে সমাজের যাবতীয় অসংগতি যাবতীয় খারাপ জিনিস প্রতিহত করা যায়। আমরা নিজ নিজ অবস্থান থেকে সমাজের জন্য যে সকল জিনিস ক্ষতিকর তা পরিহার করে আমাদের পারস্পারিক শ্রদ্ধাবোধ পারস্পারিক ভালোবাসা বাড়িয়ে দিয়ে সমাজের উন্নয়ন করবো। আমাদের সমাজে বিভিন্ন ধর্ম ও জাতির লোক বসবাস । এই সমাজে বসবাসরত সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পারিক ভালোবাসা ও সহযোগিতার মনোভাব হলো সামাজিক সাম্প্রদায়িক সম্প্রীতি। সামাজিক সাম্প্রদায়িক সম্প্রীতি মাধ্যমে আমরা একে অপরের মঙ্গল কামনা করবো।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ