প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২২ , ৪:১৮:৩৬ প্রিন্ট সংস্করণ
মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
আজ সকাল ৯ ঘটিকায় সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের অন্তর্গত নওয়াগ্রামের বাবলু প্রামানিকের মেয়ে বাবলী খাতুন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
পারিবারিক সুত্রে জানা যায় প্রতিদিনের মত বাবলি খাতুন মক্তব থেকে আরবি পড়ে এসে তার ঘড়ে যায়।এদিকে বাবলি খাতুনের মা রান্নার জন্য রান্নাঘড়ে প্রস্তুতি নিচ্ছিলেন।রান্না করার জন্য বাবলি খাতুনের মা রিমা ঘড় থেকে ডাউল আনার জন্য বাবলিকে ডাকতে থাকে।
কযেকবার ডাকার পর কোন সারা না পেয়ে বাবলীর মা ঘড়ের সামনে গিয়ে দরজা ধাক্কা দিতেই দেখতে পায় বাবলী গলায় ওড়না পিচিয়ে ঘড়ের আড়ার সাথে ঝুলছে।
অমনি বাবলীর মা কান্না-কাটি শুরু করে। তাঁর কান্নার শব্দ পেয়ে এলাকাবাসি এসে বাবলীকে উদ্ধার করে।কিন্তু ততক্ষণে আর বাবলী জীবিত নেই। এদিকে দোকানে থাকা বাবলীর বাড়ি এসে মেয়ের এই অবস্থা দেখে বাকরুদ্ধ হয়ে যায় তার বাবা।
পরে এলাকা বাসি থানায় খবর দিলে পুলিশ এসে লাশের সুরত হাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।
এ বিষয়ে কথা হয সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ হান্নানের সাথে।তিনি বলেন এ বিষয়ে আমি জেনেছি।