প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২২ , ৮:০০:১১ প্রিন্ট সংস্করণ
বুলবুল হাসান, বেড়া প্রতিনিধি
বেড়ার কৈটোলা ইউনিয়নে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত সামাজিক-সম্প্রীতি কমিটির সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় কৈটোলা ইউনিয়ন পরিষদ চত্বর প্রাঙ্গণে এ সামাজিক-সম্প্রীতি কমিটির সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৈটোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মহসীন হোসেন পিপুল এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া মডেল থানার তদন্ত ওসি মোঃ সিদ্দিক হোসেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবু সামা মোল্লা, কৈটোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফুলহাক সরদার, কৈটোলা আর্দশ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কামাল পাশা , কৈটোলা সরকারি প্রাঃবিঃ সভাপতি মোঃ মিঠু সরদার, ইউপি সদস্য মোঃ জিকরুল সরদার, রেজাউল সরদার , ইসহাক ব্যাপরী,ওয়াজেদ মোল্লা , আঃ মান্নান খুসি, ইস্রাফিল হোসেন, শহিদুল ইসলাম, মুস্তাক ব্যাপারী, মোঃ রফিক ব্যাপারী, আবু সাইদ ব্যাপারী, সহ সাংবাদিক ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বেড়া মডেল থানার (তদন্ত ওসি) মোঃ সিদ্দিক হোসেন বলেন, সামাজিক সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে সমাজের যাবতীয় অসংগতি যাবতীয় খারাপ জিনিস প্রতিহত করা যায়। আমাদের সমাজে বিভিন্ন ধর্ম ও জাতির লোক বসবাস। এই সমাজে বসবাসরত সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পারিক ভালোবাসা ও সহযোগিতার মনোভাব হলো সামাজিক সাম্প্রদায়িক সম্প্রীতি।
তিনি আরও বলেন, আমরা নিজ নিজ অবস্থান থেকে সমাজের জন্য যে সকল জিনিস ক্ষতিকর তা পরিহার করে আমাদের পারস্পারিক শ্রদ্ধাবোধ পারস্পারি ভালোবাসা বাড়িয়ে দিয়ে সমাজের উন্নয়ন করবো।সামাজিক সাম্প্রদায়িক সম্প্রীতি মাধ্যমে আমরা একে অপরের মঙ্গল কামনা করবো।