প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২২ , ৮:১৬:১৩ প্রিন্ট সংস্করণ
বিশেষ প্রতিনিধি:
পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি -১ দাশুড়িয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার কে ৫০ হাজার টাকার ঘুষ কেলেঙ্কারির অভিযোগ ভিডিও ফুটেজ পাওয়া গেছে বলে জানা যায়।
থানায় অভিযোগ ও পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি -১ জোনাল অফিস সুত্রে জানা গেছে (১৪ সেপ্টেম্বর) বুধবার সকাল আনুমানিক ১০টায় দাশুড়িয়া পুরাতন ট্রাফিক মোড় এলাকার মোঃ আনিছুর রহমান ওরফে হামেজ উদ্দিনেরপুত্র মোঃ আমিনুল ইসলাম রানা সেখানে ৫০ হাজার টাকার একটি বান্ডিল ডেপুটি জেনারেল ম্যানেজার সাজ্জাদুর রহমান কে প্রদানের সময় সাংবাদিকরা ছবি এবং ভিডিও করেন ছবি তোলার চেষ্টা করে। এসময় আমিনুল ইসলাম কে সাংবাদিকদের আটকানো ও ধরার চেষ্টা করলে আমিনুল ইসলাম সহ সাংবাদিক দৌড়ে অফিসের বাহিরে দৌড়ে বের হয়েছে আসে।
এসময় অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা মোঃ আমিনুল ইসলামকে বাইরে ধরে ফেলে পরে অফিসে নিয়ে গিয়ে ছেড়ে দেয়।
এদিকে অফিস সুত্রে জানা গেছে, আমিনুল ইসলাম দাশুড়িয়া জোনাল অফিসের একজন খেলাপী গ্রাহক ।তার বাবার নামে ৯ লক্ষ্য ৩ হাজার ৯’শ ৪৮ টাকা বকেয়া থাকার কারনে মামলা চলমান রয়েছে।
এ ব্যাপারে থানায় সরেজমিনে ডিউটি অফিসার এস আই শ্র শীতল এর সাথে কথা বললে তিনি বলেন দাশুড়িয়া এলাকার এমন কোন তথ্য আমাদের জানা নাই। অথচ পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি -১ দাশুড়িয়া জোনাল অফিসের জেনারেল ম্যানেজার মোঃ সাজ্জাদুর রহমান স্বাক্ষরিত অভিযোগে রিসিভ কপি স্বাক্ষর করেছেন এস আই শ্রী শীতল কুমার।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকারের সাথে কথা বললে তিনি বলেন এ বিষয়ে একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। সেটা তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।