প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২২ , ৭:৪১:৩২ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ-
ভোলার তজুমদ্দিন উপজেলার মলংচড়া ইউনিয়নের আকলিমা (২৮) স্বামী-জামাল মাঝি, ১নং বড় মলংচড়া ৬ নং ওয়ার্ড আজ থেকে আরও ২ বছর আগে চর- জহির উদ্দিন এর জাহাঙ্গীর ভূঁইয়া(৪০) পিতা- রতন ভূঁইয়া, আওলাদ ভূঁইয়া(৩০) পিতা- রতন ভূঁইয়া।
ভুক্তভোগী আকলিমার স্বামীকে জোর পূর্বক ১,৩০,০০০/(এক লাখ ত্রিশ হাজার টাকা) নদীতে মাছ ধরার জন্য ধাঁদন প্রধান করেন । নদীতে মাছ না থাকায় সঠিক মাছ না দেওয়ায় এতে ক্ষিপ্ত হয়ে আজ রবিবার,১৮ সেপ্টেম্বর সকাল সারে ১০ঘটিকায় জাহাঙ্গীর ও আওলাদ ভূঁইয়া জামাল মাঝীর নৌকা, জাল ও ঘর থেকে আরও মালামাল যার বাজার মূল্য আনুমানিক ৫০০,০০০/( পাঁচ লাখ টাকার) মত তারা নিয়ে যায়।
আকলিমা বেগম আরও জানান, আমাকে ধাঁদন বাবত ১৩০,০০০/ টাকার বদলে ৫ লাখ টাকার মত নিয়ে যায়। বাকী টাকা চাইলে আমাকে উপজেলার চেয়ারম্যানের হুমকি দেয়। এবং আমার স্বামী জামালকে ভয়ভীতি দেখায়, হুমকি-ধমকির একপর্যায়ে আমার স্বামী আমাদেরকে না জানিয়ে কোথায় চলে যায় তার আদৌ কোন খোঁজ খবর আমরা পাইনি। আমার ৩ টা সন্তান নিয়ে বাড়ীতে থাকতে পারিনা। প্রতিনিয়ত নিরাপত্তায় ভুগতেছি। আমি প্রশাসনের কাছে সহায়তা চাই। এমনটাই বলেন ভুক্তভোগী আকলিমা বেগম।
এ বিষয় অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়