প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২২ , ৩:০৮:৩১ প্রিন্ট সংস্করণ
রুবেল হোসেন বিশেষ প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়া পৌরসভার উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য ইছামতি নদীতে “ শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত ।
রবিবার বিকেলে ৪ টার সময় সাঁথিয়া পৌরসভার মেয়র মাহবুবুল আলম বাচ্চুর সভাপতিত্বে ১০দিন ব্যাপী পাবনার সাঁথিয়ায় ইছামতি নদীতে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে নৌকা বাইচে উদ্বোধন করেন নবর্নিবাচিত ডেপুটি স্পিকার, পাবনা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার,বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেড়া পৌরসভার মেয়র এডভোকেট আশিফ শামস রঞ্জন , সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ হোসেন, সাঁথিয়া থানা অফিসার ইনচার্জ আসিফ সিদ্দীকুর রহমান,সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ সাঁথিয়া শাখা মো :তপন হায়দার সান,সহ সভাপতি আওয়ামীলীগ সাঁথিয়া শাখা মো: হাসান আলী খান,সহ সভাপতি আওয়ামীলীগ সাঁথিয়া শাখা রবিউল করিম হিরু, সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা র্কমী উপস্থিত ছিলেন।
নৌকা বাইচ প্রতিযোগীতা উপলক্ষে আনন্দে মেতে ছিল এলাকাবাসী। বাইচের নৌকার মাঝি-মাল্লারা নেচে গেয়ে মাতিয়ে তুলেন এলাকা। বিপুল সংখ্যক রঙ্গবেরঙ্গের বাহারি নৌকা প্রতিযোগীতায় অংশ গ্রহন করে। হাজার হাজার দর্শক নদীর দুপাশে দাঁড়িয়ে কেউবা ডিঙ্গি নৌকা নিয়ে উপভোগ করেন ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ।
সঞ্চালনায় ছিলেন মো: শফিকুল ইসলাম রিপন।