• সারাদেশ

    সাঁথিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ; ৪ হাজার মিটার জাল জব্দ ২ জনের কারাদণ্ড!

      প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২২ , ৮:২৯:৩৫ প্রিন্ট সংস্করণ

    আবু জায়েদ স্টাফ রিপোর্টারঃ

     

    আজ ২৪/০৯/২০২২ রোজ শনিবার বেলা ১২ঃ০০ ঘটিকায় সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের অন্তর্গত মিয়াপুর – বনগ্রাম জালহাটায় সরকারি নির্দেশনা অমান্য করে মৎস্য প্রজননের জন্য ক্ষতিকর কারেন্ট জাল এবং চায়না দুয়ারী জাল ক্রয়- বিক্রয় করার অপরাধে সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ ( দুই) জনকে ৭ ( সাত) দিনের বিনাশ্রম কারাদন্ডে দণ্ডিত করা হয় এবং প্রায় ৪০০০ মিটার আনুমানিক ৬ ( ছয়) লক্ষ টাকা মূল্যের চায়না ও কারেন্ট জাল জব্দ করা হয়।

    আসামী ২ জন হলেন ক্ষেতুপাড়া চরভদ্রকলা গ্রামের ফজর আলী, পিতাঃ মৃত মালিক উদ্দিন এবং একই এলাকার মোঃ আবু সাইদ, পিতাঃ মৃত গণি খা। জব্দকৃত মালামাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং মাছের প্রজনন এর জন্য মারাত্মক ক্ষতিকর কারেন্ট ও চায়না দুয়ারী জাল সংরক্ষণ, ক্রয় বিক্রয় করার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়।

     

    মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন কাশিনাথপুর ফাড়ি ইনচার্জ এস. আই জনাব ইমতিয়াজ আহমেদ এবং অন্যান্য পুলিশ সদস্যরা।দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ