প্রতিনিধি ১২ অক্টোবর ২০২২ , ৭:০৩:৪৯ প্রিন্ট সংস্করণ
ভোলা প্রতিনিধিঃ-
ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ও টবগী ইউনিয়নের সর্বস্তরের জনগণের উপস্থিতিতে আজ ১২অক্টোবর ২০২২ ( বুধবার) মানবাধিকার কর্মীর বিরুদ্ধে মানববন্ধন করেছে। উক্ত মানববন্ধনে “মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কর্মী আমিনুল ইসলাম(৩৪),পিতা-আব্দুল ওয়াব(৬৫), সাং-উদয়পুর,০৩ নং ওয়ার্ড,পক্ষিয়া ইউপি এর নারী কেলেঙ্কারি, অসহায় মানুষের টাকা আত্মসাৎকারী ও অবৈধ মামলা বাজের শাস্তির দাবি জানান একাদিক ভুক্তভোগী মানববন্ধনকারী, এছাড়া ও তার বিরুদ্ধে চাকরি দেওয়া ও জ্বীন চালান করে সাধারণ মানুষ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন। এ ব্যাপারে অত্র এলাকার বাসিন্দা মামুন(৩২),পিতা- আলহাজ সিদ্দিক(৭০) মেম্বার সাং- উদয়পুর,০৩ নং ওয়ার্ড,পক্ষিয়া ইউপি কথা বললে তার বিরুদ্ধে নারী নির্যাতন সহ একাধিক মামলা করেন আমিনুল ইসলাম।
সংশ্লিষ্ট পক্ষিয়া ইউনিয়নের আলাউদ্দিন , আমিনুল হক মীর সহ উপস্থিত সকলে ভোলা জেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সঠিক তদন্তের মাধ্যমে তার সুষ্ঠু বিচার দাবি করেন। থানায় এ বিষয় কোন অভিযোগ করা হয়েছে কিনা জানতে বোরহানউদ্দিন অফিসার ইনচার্জ কল করা হলে,তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়,