প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২২ , ৯:১৪:১৫ প্রিন্ট সংস্করণ
সঞ্জয় দাস,নীলফামারী জেলা প্রতিনিধি:
(০১)- তৃতীয় ইন্টারন্যাশনাল সৈয়দপুর এয়ারপোর্ট নীলফামারীতে অবস্থিত।
(০২)- বাংলাদেশের তৃতীয় বৃহত্তম ইপিজেট কাজীর হাট নীলফামারীতে অবস্থিত।
(০৩)- এশিয়া উপমহাদেশর শ্রেষ্ঠ রেলওয়ে কারখানা সৈয়দপুর নীলফামারীতে অবস্থিত।
(০৪)- সৈয়দপুর ক্যান্টনমেন্ট নীলফামারী জেলায় অবস্থিত।
(০৫)- বাংলাদেশ সরকারের রাষ্ট্রয়াত্ব ১৬টি টেক্সটাইল মিলের মধ্যে দারোয়ানী টেক্সটাইল মিল এটি অন্যতম সেরা, নীলফামারীতে অবস্থিত।
(০৬)- এশিয়া উপমহাদেশর মধ্যে শ্রেষ্ট লেপ্রসি মিশন (কুষ্ট হাসপাতাল) নীলফামারীতে অবস্থিত।
(০৭)- বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের শ্রেষ্ট তিস্তা ব্যারেজ প্রকল্প। নীলফামারীতে অবস্থিত।
(০৮)- অনেকে হয়তো নীলসাগরের নাম শুনেছেন। এটা মূলত অনেক রড় একটা দীঘি,আগে বিন্না দীঘি নামে পরিচিতি ছিল। পরে বাংলাদেশ সরকার নাম পরিবর্তন করে নীলসাগর নামকরন করে। দর্শনার্থীদর জন্য পর্যটন স্হান হিসাবে উম্মক্ত করেন। এবং বাংলাদেশ সরকার সর্ব প্রথম (নীলসাগর) নামের একটি অত্যাধুনিক মানের ট্রেন নীলফামারী রুটে চালু করেন। তা ছাড়া নীলসাগর গ্রুপ নামের একটি বৃহত কোম্পানি ও লেলিন গ্রুপ নামে আরও একটি বৃহত কোম্পানি আছে। যেখানে হাজার হাজার মানুষ কর্ম সংস্হান করে খাচ্ছেন।
(০৯)- রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে শ্রেষ্ট কারাগার (জেলখানা) সেটাও নীলফামারী জেলাতে অবস্থিত।
(১০)- রংপুর বিভাগের রংপুর জেলার চেয়েও নীলফামারী জেলার শিক্ষার হার অনেক বেশি। বিশ্বাস না হলে নেটে সার্চ দিয়ে দেখেন।
(১১)- নীলফামারীতে আধুনিক মেডিকেল হাসপাতাল তো আছেই। এর পাশাপাশি অত্যাধুনিক মানের
মেডিকেল কলেজ হাসপাতাল নির্মান কাজ চলমান প্রক্রিয়াধীন।
(১২)- বাংলাদেশ সরকারের সাবেক সাংস্কৃতি মন্ত্রী,টানা ০৩ বারের সংসদ সদস্য,ন্যাট্য ব্যাক্তীত্ব,জনাব আসাদুজ্জামান (নুর) যাকে বাকের ভাই হিসেবে সবাই চিনে। এছাড়া মশিঊর রহমান (যাদু)মিয়া,অতিন্দ্র মোহন,বেবী নজনীন, নাম নাজানা অনেক দেশবরেণ্য ব্যাক্তি।