প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২২ , ১:১১:৪৪ প্রিন্ট সংস্করণ
সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিনে শেখ রাসেল ডিজিটাল স্কুল অফ ফিউচার উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে প্রতিষ্ঠিত ৩০০ টি শেখ রাসেল ডিজিটাল স্কুল অফ ফিউচার উদ্বোধন করেন । শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প দ্বিতীয় পর্যায়ে শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে স্থাপিত শেখ রাসেল ডিজিটাল স্কুল অফ ফিউচার এর ফলক উন্মোচন করেন সিরাজগঞ্জ -৬ শাহজাদপুর আসনের মাননীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা।,
মাননীয় প্রধানমন্ত্রীর এ উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ সকাল দশটায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শেখ রাসেল ডিজিটাল স্কুল অফ ফিউচার এর ফলক উন্মোচন করা হয়।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর মোঃ আজাদ রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন, থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শারমিন আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদাৎ হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার লাকি সহ আরো অনেকে।