প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২২ , ৫:১৮:৫৪ প্রিন্ট সংস্করণ
প্রকাশিত সংবাদের প্রতিবাদঃ
গত ১৮ ও ১৯ অক্টোবর ২০২২ইং তারিখে কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকাসহ নিউজ পোর্টালে “আগের রাতে ভোটারদের দিলেন জাল টাকা, জেতার পর দেখালেন পুলিশের ভয়” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।
সংবাদটি সম্পুর্ণ বানোয়াট, মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। তাই সংবাদটির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। একটি কুচক্রীমহল আমার রাজনৈতিক সুনাম নষ্ট করার লক্ষে সংশ্লিষ্ট সংবাদ দাতাকে মিথ্যা, বানোয়াট ও ভুয়া তথ্য প্রদান করে সংবাদটি পরিবেশন করেছে।
সংবাদে জেলা পরিষদ নির্বাচনে ইউপি সদস্যদের জাল টাকা দেয়ার কথা বলা হয়েছে। কিন্তু কাকে কত টাকা দেয়া হয়েছে তাহা সংবাদে উল্লেখ নেই। উক্ত নির্বাচনে ভোটারদের টাকা প্রদানের কোন সুযোগ নেই। কারণ প্রত্যেক ভোটার জনপ্রতিনিধি হওয়ায় তারা সমাজের যতেষ্ট সচেতন ব্যক্তি হিসেবে সু-পরিচিত। যেখানে কোন ভোটারকে টাকাই দেয়া হয়নি, সেখানে জাল টাকা দেয়ার কোন প্রশ্নই আসেনা।
ওই সংবাদে প্রতিবেদক তার মনগড়া বক্তব্য তুলে ধরেছে বলে আমি মনে করি। সেই সাথে ইউপি সদস্যদের জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তাতে আমি খুবই মর্মাহত। প্রকৃতপক্ষে ভিত্তিহীন ও মনগড়া সংবাদ প্রকাশ করে আমার সুনাম চরিতার্থ করার জন্য এহেন কর্মকাণ্ডে কে বা কারা প্রতিহিংসায় লিপ্ত হয়েছে। কাজেই আমি নিম্ন স্বাক্ষর কারি প্রকাশিত ওই সংবাদগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মো. সুমন সরকার
নব-নির্বাচিত সদস্য
৪নং ওয়ার্ড, জেলা পরিষদ, সিরাজগঞ্জ।