• সারাদেশ

    কুড়িগ্রাম জেলায় ইলিশ সংরক্ষনে পরিবহন তল্লাশি অভিযান

      প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২২ , ৯:৪৯:২০ প্রিন্ট সংস্করণ

     

    এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রামঃ গত ০৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ইলিশ সংরক্ষণ অভিযান। এরই অংশ হিসেবে ইলিশ প্রজনন উৎসের জেলা সমুহর মধ্যে কুড়িগ্রাম জেলা উল্লেখযোগ্য। অভিযান শুরুর দিন থেকে জেলা মৎস্য কর্মকর্তা জনাব কালীপদ রায়ের নির্দেশনা এবং সরাসরি নেতৃত্বে কুড়িগ্রাম জেলার সব উপজেলাগুলোতে চলছে ব্যপক প্রচারণা এবং অভিযান। তারই ধারাবাহিকতায়

    জেলা টাস্কফোর্স কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক আজ ২৩/১০/২০২২ ভোর ৫.০০ টা থেকে জেলা মৎস্য কর্মকর্তা, কুড়িগ্রাম, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সদর ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাগেশ্বরীসহ টিমের সদস্যদের নিয়ে বিভন্ন দূরপাল্লার যানবাহন তল্লাশী করা হয়। এসময় কোন যানবাহনে ইলিশ পাওয়া যায়নি। এদিকে জেলা মৎস্য কর্মকর্তার ইলিশ সংরক্ষণে ব্যপক তৎপরতা এবং নিয়মিত অভিযানে জেলার ধরলা, ব্রম্মপুত্র, দুধকুমার নদীতে জেলেদের উপস্থিতি যেমন কমেছে একি সাথে ইলিশ সংরক্ষণের ব্যাপারে তাদের মাঝে অনেকটা সচেতনতা বেড়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

     

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ