প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২২ , ৯:০৫:৫৭ প্রিন্ট সংস্করণ
পাবনা জেলা জাকের পার্টির সাংগঠনিক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ২৫ অক্টোবর দুপুর ২ টায় টাউন হল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জাকের পার্টির সভাপতি জনাব মোজাম্মেল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক জানাব হায়দার কাজি, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সাংগঠনিক বিভাগের সাংগঠনিক সম্পাদক জানাব আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সকল উপজেলা, থানার সর্বস্তরের নেতাকর্মীরা।
পাবনা পৌরসভার সভাপতির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাকের পার্টির সভাপতি জনাব মোজাম্মেল হক। তিনি বলেন, জাকের পার্টি আদর্শের পার্টি, জাকের পার্টি মানবতার পার্টি, জাকের পার্টি প্রেমের পার্টি। তাই সকলে দলে দলে জাকের পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ হোন।
তিনি আরও বলেন, সামনে যে ভয়াবহ দুর্ভিক্ষ আসতেছে তা আপনারা ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছেন। এই দুর্ভিক্ষ থেকে বাঁচতে হলে জাকের পার্টি ছাড়া উপায় নাই। কারণ জাকের পার্টি আল্লাহ আল্লাহর রাসুলের পার্টি। এই দল আল্লাহর দল আর যারা আল্লাহর দলে ঐক্যবদ্ধ থাকবে তাদের কিছু হবে না।
জাকের পার্টির প্রকাশ্য কোনো রাজনৈতিক কর্মকান্ড কেন নেই সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গতানুগতিক রাজনৈতিক দলগুলোর মতো নয় জাকের পার্টি। আমাদের কর্মকান্ড ভিন্ন ধরনের।
আমরা সারা বছরই রাজনৈতিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত রয়েছি। অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে আমাদের কর্মকান্ড অনেক বেশি। আমরা প্রতিদিনই ওয়ার্ডে, ওয়ার্ডে, গ্রামে, গ্রামে কিয়াম, মিলাদ-মাহফিলসহ মানুষের সেবামূলক যে কাজগুলো রয়েছে তা করছি। জাকের পার্টির নেতা-কর্মীরা মারামারি-হানাহানির মধ্যে নেই। তাই হয়তো মিডিয়াতে আমাদের খবর গুরুত্ব পায় না।
পরিশেষে মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্তি হয়।