• সারাদেশ

    নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় অষ্টম শ্রেণির ছাত্র নিহত

      প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২২ , ৯:২৮:০১ প্রিন্ট সংস্করণ

     

     

    সঞ্জয় দাস, নীলফামারী প্রতিনিধি:

     

    নীলফামারীর সৈয়দপুরে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের এক স্কুলছাত্র নিহত হয়েছে।

     

    বুধবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার খাতামধুপুর ইউনিয়নের হামুরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

     

    নিহত শিক্ষার্থীর নাম তরিকুল ইসলাম (১৩)। সে একই ইউনিয়নের রথেরপুকুর এলাকার জোবাইদুল ইসলামের ছেলে এবং স্থানীয় বিদ্যালয়ের ৮ম শ্রেনির ছাত্র।

     

    পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তরিকুল এলাকায় এক শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়া শেষে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিল। এ সময় হামুরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তরিকুল সড়কে পড়ে গেলে মাইক্রোবাসটি তার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা যায় তরিকুল।

     

    নিহত তরিকুলের মামা ছামেদুল ইসলাম বলেন, মাইক্রোবাসচালক ফরতাজ (২৫) বাড়ি ওই গ্রামেই। ফরতাজ নিজে না চালিয়ে তার ভাতিজা সোহেল (১৩) দ্বারা মাইক্রোবাস চালিয়ে রংপুরে তারাগঞ্জের দিকে যাচ্ছিলেন। চালক ফরতাজ আমার স্কুল পড়ুয়া ভাগিনাকে পরিকল্পিত ভাবে মেরে ফেলেছে। আমি এর সঠিক বিচার চাই।

     

    তিনি আরও বলেন, এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

     

    সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনাসস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা বিষয়টি দেখছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ