প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২২ , ৭:২১:০৫ প্রিন্ট সংস্করণ
মোঃমুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের কালীগঞ্জে এ্যাকশন ফর চেঞ্জ ফাউন্ডেশন এর উদ্যোগে কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে অনলাইন ফ্রিল্যান্সিং এর সঠিক দিক নির্দেশনা বিষয়ক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। প্রশিক্ষণ আগামী শনিবার (২৯ অক্টোবর) পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের আইসিটি হল রুমে এ্যাকশন ফর চেঞ্জ ফাউন্ডেশনের উপদেষ্টা ড. সহিদুল্লাহ এর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের নির্বাহী সদস্য আরিফা নাজনীন আশরাফীর সঞ্চালনায় প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মু. নাজমুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে প্রভাষক (আইসিটি) কাজী সালেহ উদ্দিন, এ্যাকশন ফর চেঞ্জ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মো. ছানাউল্লাহ তালুকদা ও কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান।
অনলাইন ফ্রিল্যান্সিং এর সঠিক দিক নির্দেশনা বিষয়ক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বড়গুনা জেলা সমবায় কর্মকর্তা কাজী আনোয়ারুল ইসলাম।
৩দিন ব্যাপী এ প্রশিক্ষণে কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের ২০জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। এ্যাকশন ফর চেঞ্জ ফাউন্ডেশন দুই বছরের অধিক সময় ধরে বিভিন্ন আর্থ সামজিক উন্নয়ন কাজ করে যাচ্ছেন।