• সারাদেশ

    সাঁথিয়া থানার বিদায়ী ওসিকে; সাঁথিয়া রক্তদাতা ইউনিট কতৃক  সম্মাননা স্মারক  ক্রেস্ট প্রদান

      প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২২ , ৬:৪০:৪০ প্রিন্ট সংস্করণ

    আবু জায়েদ স্টাফ রিপোর্টারঃ

     

    সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ সর্বস্তরের মানুষকে চাঁপাকান্নায় কাদিয়ে চাকরির সুবাদে,বদলি জনিত কারণে বিদায় নিলেন, আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম । বিদায় শব্দটি তিন অক্ষরের হলেও এর যেন বিষাদে বড়া,বিদায়ের বেদনা যে কত কষ্টের সেটা যে দেয় আর যে নেয় তারা একমাত্র বুঝে।

     

    আজ রবিবার ৩০ অক্টোবর সকাল ১০ টায় সাঁথিয়া রক্তদাতা ইউনিট এর অফিসে , সাঁথিয়া রক্তদাতা ইউনিট এর পক্ষ হতে,বিদায়ী ওসিকে সম্মাননা স্মারক দেওয়া  হয়।

     

    এ সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া রক্তদাতা ইউনিট এর প্রতিষ্ঠাতা সভাপতি,মোঃ নুর মোহাম্মাদ (নুরু) রক্তদাতা ইউনিট এর উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম এবং রক্তদাতা ইউনিট এর সেচ্ছাসেবীগন।

     

     

    এ সময় অফিসার ইনচার্জ বলেন রক্তদান কাজটি মহৎ কাজ , এ কাজে সেচ্ছাসেবীদের রক্তদান উৎসাহিত দেন তিনি।স্বেচ্ছাসেবী কাজটা নিজের ঘরে খেয়ে বনের মোষ তাড়ানো। তিনি সক রক্তদাতা স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান।

     

    রক্তদাতা ইউনিট এর সভাপতি নুর মোহাম্মাদ নুরু বলেন, স্যার কে আমাদের মানবিক কাজে সব সময় কাছে পেয়েছি, তার বিদায়ীটা আমাদের কাছে কষ্টকর। স্যারের দিকনির্দেশনায় আমরা অনুপ্রেরণা পেয়েছি। তিনি সত্যি একজন ভালো মনের মানুষ। তিনি যেখানেই থাকুন সুস্থ থাকুক আমরা সে দোয়া করি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ