• সারাদেশ

    ঠাকুরগাঁওয়ে মহানবী (সাঃ)’কে নিয়ে কটুক্তি করায় আটক -১

      প্রতিনিধি ৬ জুলাই ২০২২ , ৯:৩৬:১৬ প্রিন্ট সংস্করণ

     

    আকাশ রহমান,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জ বাজারে মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে কটুক্তি করায় জনগন এক যুবক নির্মল (৪০) কে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেই যুবককে উদ্ধার করতে গেলে বাজারের লোকের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

    বুধবার বিকালে শীবগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটককৃত যুবক ওই এলাকার নরেশ এর ছেলে। বর্তমানে পরিস্থিতি থমথমে অবস্থায় রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

    এসময় জনগন পুলিশের গাড়ি ভাঙচুর করে ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় সাংবাদিক সহ ৬ পুলিশ আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়।

    আহতরা হলেন, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ এর সাংবাদিক আব্দুল লতিফ লিটু, পুলিশ সদস্য এস আই জাবেদ, এ এস আই রাজিব, এস আই হিরনময়, এস আই হালিম খান প্রমূখ।

    এলাকাবাসি সূত্রে জানাযায়, যুবক নির্মল নবীকে নিয়ে বিভিন্ন কটুক্তিমূলক কথা বাজারের মানুষকে বলে বেড়াচ্ছিল। এসময় জনগন ক্ষিপ্ত হয়ে তাকে আটক করে মারধর করা শুরু করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে জনগন আরো উত্তেজিত হয়ে যায়। ওই যুবককে আটক করে নিয়ে আসতে চাইলে জনগন পুলিশের মাঝে বাকবিতন্ডা শুরু হয়। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে লাঠি চার্জ শুরু করলে পরিস্থিতির অবনতি হয়। পরে পুলিশ ও বাজারের জনগনের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ায় সাংবাদিক সহ ৬ পুলিশ আহত হয়।

    ঘটনাস্থল পরিদর্শন শেষে সদর থানার ওসি কামাল হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই যুবক কে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। জনগনকে উত্তেজিত না হওয়ার জন্য আহবান জানান তিনি। পরবর্তি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ